ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্ক অঞ্চল দখলের জন্য রুশ সেনাবাহিনী ক্রমবর্ধমান সাফল্য পাচ্ছে। সেখানকার আঞ্চলিক রাজধানীর উত্তরে বাখমুত শহরের ওপর দৃষ্টি নিবদ্ধ করে রাশিয়ানরা তাদের সামরিক অভিযান চালাচ্ছে। অন্যদিকে ইউক্রেনের সরকার রুশ সেনাদের ঠেকাতে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অস্ত্র সহায়তা চেয়েছে।
রাশিয়ার শীর্ষ কর্মকর্তা ডেনিস পুশিলিনের এক সহযোগী ইয়ান গ্যাগিন বলেন, রাশিয়ান বাহিনী বাখমুতকে ঘিরে রেখেছে। তারা এ শহরের কাছের শহর চসিভ ইয়ারের সঙ্গে সংযোগকারী হাইওয়ের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে গ্যাগিন বলেন, ‘বাখমুত এখন কার্যত ঘেরাও করা হয়েছে। আমাদের সেনাবাহিনী শহরের চারপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে। তারা চাসিভ ইয়ার-বাখমুত মহাসড়কের নিয়ন্ত্রণের জন্য এখন লড়াই করছে।’
তবে আল-জাজিরা স্বাধীনভাবে গ্যাগিনের বক্তব্য যাচাই করতে পারেনি।
রাশিয়া দাবি করেছে যে বাখমুতের আশেপাশে তারা বেশ কয়েকটি অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে রুশ সৈন্যরা এবং ওয়াগনার গ্রুপের যোদ্ধারা কয়েক মাস ধরে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে যুদ্ধে অবরুদ্ধ ছিলো।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার তার কিছু প্রতিবেশী দেশ এবং পশ্চিমা মিত্রদের কাছে আবেদন করছে জঙ্গি বিমান ও সমরাস্ত্র সরবরাহ করার জন্য। দেশটি এসব অস্ত্র রাশিয়ার অগ্রগতি প্রতিহত করতে ব্যবহার করতে চায়। গত সপ্তাহে পশ্চিমা দেশগুলো আধুনিক যুদ্ধ ট্যাঙ্কের প্রতিশ্রুতি দেওয়ার আগে, ইউক্রেন এসব অস্ত্র চাইতে কয়েক মাস সময়ক্ষেপণ করেছিল। এখন কিয়েভ দেরি না করে তাড়াতাড়ি জঙ্গি বিমান চায়।