যুক্তরাষ্ট্রের মেইনে অঙ্গরাজ্যের লুইস্টনে বন্দুক হামলা চালিয়েছে ১৮ জনকে হত্যা করা সেই হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার লুইস্টন থেকে আট মাইল দূরের একটি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বুধবার স্থানীয় সময় রাতে মেইনে অঙ্গরাজ্যের লুইস্টন শহরে একাধিক বন্দুক হামলা হয়। বন্দুকধারী বার, রেস্তোরাঁ ও ওয়ালমার্ট বিতরণকেন্দ্রে হামলা চালায়। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হন। আহত হন আরও ১৩ জন। হামলার পর হামলাকারী পলাতক ছিলেন।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হামলাকারী ব্যক্তির নাম রবার্ট কার্ড। তিনি একজন স্বীকৃত আগ্নেয়াস্ত্র প্রশিক্ষক এবং ইউএস আর্মি রিজার্ভের সদস্য। রবার্ট মানসিকভাবে অসুস্থ ছিলেন। সিএনএন জানায়, নিজের বন্দুকের গুলিতেই কার্ডের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যটা ও যত্রতত্র তার ব্যবহার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্বিচার হত্যাকাণ্ডের সংখ্যা। যুক্তরাষ্ট্রে ২০২১ সালে বন্দুক সহিংসতায় ৪ হাজার ৭৫২ শিশু নিহত হয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৪০০ বেশি।