হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওয়াশিং প্লাট, জেনারেটর, ওয়াটার পিউরিফায়ার ও চিকিৎসা সহায়ক উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এ চিকিৎসা সামগ্রী প্রদান করেন। বাংলাদেশ তথা রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক দীর্ঘ দিনের, যা আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে বলে রাষ্ট্রদূত আর্ল আর মিলার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাব (অব.), বিডিআরসিএস ভাইস চেয়ারম্যান মো. নুর-উর-রহমান, সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামান, হাসপাতাল পরিচালক অধ্যাপক এসএম খোরশেদ আলম মজুমদার ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মুরশেদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে হাসপাতালের উপ পরিচালক অধ্যাপক ডা. মো. আনিসুজ্জামান, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. খাজা সাজেদ আনোয়ার, ডা. শরীফ আহমেদ রুমী ও ডা. মির্জা মো. আরিফুর রহমান এবং সর্বস্তরের শিক্ষক ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।