স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, পৃথিবীর যেকোন নির্বাচনে কিছুটা বিতর্ক থাকবেই। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত বা বাংলাদেশ হোক, সব জায়গায়ই সমস্যা রয়েছে। কোথাও একটু বেশি, কোথাও একটু কম।
বুধবার (২৪ মে) সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের প্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দলীয় মনোনয়ন অনেকেই চায়। একজনকে মনোনয়ন দেওয়া হয়। কখনো কখনো যিনি সংসদ সদস্য আছেন, তিনি আবার আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন নাও পেতে পারেন। একই ব্যক্তি পেতেও পারেন, এটি দলের সিদ্ধান্ত।
মন্ত্রী বলেন, আমাদের এখানে আগে নির্বাচনে অনেক ধরনের নাশকতা হতো, অনেক মারামারি হতো। কিন্তু এখন একটা সহনীয় জায়গায় থাকবে।
তাজুল ইসলাম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনেও বিতর্ক আছে। নির্বাচন নিয়ে তর্ক-বিতর্ক কিছু থাকবেই, যতটুকু সম্ভব সেটি কমানোর জন্য চেষ্টা করা উচিত।