শুক্রবার (১ মার্চ) এফবিসিসিআই’র গুলশান কার্যালয়ে গ্রেটার ম্যানচেস্টার চেম্বার অব কমার্স (জিএমসিসি) এবং এফবিসিসিআই’র মধ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। সভায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়।
সেইসঙ্গে বাংলাদেশের প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং শিল্প, কেমিক্যাল, আবাসন ও নির্মাণ শিল্পের পণ্যসামগ্রী, বাথরুম ফিটিংস, মেডিকেল যন্ত্রপাতি, পাট ও পাটজাত পণ্য, পর্যটন ও আবাসিক হোটেল খাতে বিনিয়োগ সম্ভাবনার বিষয়ে গ্রেটার ম্যানচেস্টার চেম্বার অব কমার্সের (জিএমসিসি) প্রতিনিধি দলকে অবহিত করেন মো. আমিন হেলালী। এ সময় জ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে ম্যানচেস্টার চেম্বারের সহযোগিতা চান তিনি।
মতবিনিময় সভায় বাংলাদেশের ব্যবসায়ী কমিউনিটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহের কথা জানান জিএমসিসি এর সভাপতি কাশিফ আশরাফ। তিনি বলেন, যুক্তরাজ্যে অনেক বড় বড় কোম্পানি আছে যারা বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে জানে না। বিটুবি পর্যায়ে মিটিং আয়োজনের মাধ্যমে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দেন তিনি।
এ সময় বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশকে দক্ষতা ও প্রযুক্তি দিয়ে সহযোগিতার আশ্বাস দেন জিএমসিসি’র সভাপতি। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ব্র্যান্ডিং বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।