শুরু থেকেই ধোঁয়াশা ছিল আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে। অস্বাভাবিকভাবে মৃত অবস্থায় বিছানায় পাওয়া গিয়েছিল ফুটবলের এই মহাতারকাকে। এরপরই তার মৃত্যু নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়।
এই ঘটনার জেরে ২০২২ সালে ম্যারাডোনার চিকিৎসক আগুস্টিনা কোসাচভ, লিওপোল্ডো লুকসহ আটজনের বিরুদ্ধে হত্যাকান্ডের অভিযোগ আনা হয়। যার ধারাবাহিকতায় এবার তাদের বিচারের মুখোমুখি করার আদেশ দিয়েছেন আর্জেন্টিনার আদালত।
গত মঙ্গলবার (১৮ এপ্রিল) আর্জেন্টিনার একটি আপিল আদালত জানিয়েছেন, ম্যারাডোনার মৃত্যুর জন্য তার মেডিকেল টিমের আটজনকে বিচারের মুখোমুখি করা হবে। অপরাধ প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত জেল হতে পারে। বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার দেশটির আপিল আদালতের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে।
২০২২ সালে যাদেরকে বিচারের আওতায় আনার জন্য আবেদন করা হয়েছিল, তাদের মধ্যে রয়েছেন মনস্তত্ত্ববিদ, ক্লিনিক্যাল ডাক্তার, মেডিকেল সমন্বয়কারী, নার্সিং সমন্বয়কারী ও নার্স। আর্জেন্টিনার পেনাল কোড অনুযায়ী এই অপরাধে ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হয়ে থাকে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সী ম্যারাডোনাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন। যা নিয়ে পরবর্তীতে ব্যাপক আলোড়ন তৈরি হয়। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। প্রাথমিক অভিযোগে চিকিৎসকদের দায়িত্বে অবহেলার কথা বলা হয়েছিল।