দেশের বর্তমান প্রজন্মের কাছে এবং সারা বিশ্বে বাংলার বাউলসংগীতকে পোঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে আবারও শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা-২০২২’। এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। মঙ্গলবার (১০ মে) বেলা ১১টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ওয়াল কেয়ার ব্র্যান্ড ম্যাজিক-এর পৃষ্ঠপোষকতায় গানের প্রতিযোগিতার অনুষ্ঠানটির চতুর্থ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মো. সাঈদ, ম্যাজিক বাউলিয়ানার বিচারক বাউল সফী মণ্ডল, শাহনাজ বেলী এবং আরিফ দেওয়ান প্রমুখ। ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’-এর ব্যতিক্রমী দিকটি হচ্ছে, এবার শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও যে কেউ বাংলার বাউল গান গাইতে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। চতুর্থ আসরের রেজিস্ট্রেশন চলবে ২৬ মে পর্যন্ত। আর অডিশন রাউন্ড হবে বাংলাদেশের ৭টি অঞ্চল – ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহে।
বাছাই করা প্রতিযোগীদের নিয়েই বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়্যালিটি ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’- এর মূল প্রতিযোগিতা শুরু হবে। এদের মধ্য থেকে সেরা ৩ শিল্পীকে ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। এবারের আয়োজনের মূল পর্বে উপস্থাপনার দায়িত্বে থাকবেন সঙ্গীত জগতের পরিচিত দুই ভাই-বোন অভিনেত্রী-গায়িকা স্বাগতা ও মিউজিশিয়ান সন্ধি। ম্যাজিক বাউলিয়ানা সম্পর্কে জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে www.magicbauliana.com.bd ও এই ফেসবুক পেইজ www.facebook.com/magic.bauliana।