শনিবার (৬ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনে পরীক্ষিত সংগঠকরা হেরেছেন। পরিচালক পদে হেরেছেন সাবেক তারকা ফুটবলার আবদুস সালাম মুর্শেদী, কামরুন নাহার ডানা, সাজেদ আদেল ও মোস্তাকুর রহমান। তাদের বিপরীতে জিতেছেন নতুন অনেকেই। যারা ক্লাবের সাথে অল্প কিছুদিন যাবত যুক্ত হয়েছেন।
মোহামেডানের সাবেক তারকা ফুটবলার, বাফুফের সিনিয়র সহ সভাপতি ও সংসদ সদস্য সালাম মুর্শেদী অনেক দিন পর ক্লাবের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। যদিও মনোনয়নপত্র গ্রহণ, জমা কোনোটাতেই তিনি উপস্থিত ছিলেন না। পাশাপাশি আজ শনিবার সারাদিনও অনুপস্থিত ছিলেন। সালাম মুর্শেদী ফুটবল ফেডারেশন, বিজিএমইএ, জাতীয় সংসদ অনেক নির্বাচনে জিতলেও নিজ ক্লাবে হেরে গেছেন। তিনি ১২১ ভোট পেয়ে ২০ জনের মধ্যে ১৮তম হয়েছেন।
কামরুন নাহার ডানা সদ্য বিদায়ী কমিটির পরিচালক ছিলেন। তিনি পেয়েছেন মাত্র ৫৪ ভোট। এই নির্বাচনে হকি থেকে একমাত্র প্রার্থী ছিলেন সাজেদ আদেল। তিনিও হেরে গেছেন, পেয়েছেন ৯৪ ভোট। মাত্র ৩ ভোটে হেরেছেন মোস্তাকুর রহমান। মোহামেডান স্পোর্টিং ক্লাব নির্বাচনে ১৬ পরিচালক পদের বিপরীতে প্রার্থী ছিলেন ২০ জন। শফিউল ইসলাম মহিউদ্দিন ২২৬ ভোট নিয়ে প্রথম।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) আবদুল মুবীন সভাপতি নির্বাচিত হয়েছেন। ভোটে নির্বাচিত পরিচালকরা হলেন; আবু হাসান চৌধুরী প্রিন্স, মোহাম্মদ একরামুল হক, মইনউদ্দিন হাসান রশীদ, জামাল রানা, কাজী ফিরোজ রশীদ এমপি, মাসুদুজ্জামান, মোস্তফা কামাল, খুজিস্তা নূর-ই-নাহরীন, এজিএম সাব্বির, শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, সিদ্দিকুর রহমান, কবীর ভূঁইয়া, মাহবুব আনাম, হানিফ ভূঁইয়া, মঞ্জুর আলম ও প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।