উষা ক্রীড়া চক্র আজকের হারে শিরোপা রেস থেকে ছিটকেই গেল। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। সমান ম্যাচে মোহামেডানের ৩২ আর আবাহনী এবং মেরিনার্সের ৩১। প্রতি দলের দু’টি করে ম্যাচ বাকি। ফলে মোহামেডান, আবাহনী ও মেরিনার্সের মধ্যেই চলবে শিরোপা লড়াই।
উষার ভারতীয় খেলোয়াড়রা পারিশ্রমিকের দাবিতে গতকাল অনুশীলন বয়কট করেছিল। সেই সমস্যা সমাধান হওয়ায় আজ ম্যাচে খেলেছে। কাগজে-কলমে উষা আবাহনীর চেয়ে খানিকটা পিছিয়ে থাকলেও মাঠে ভালোই প্রতিদ্বন্দ্বিতা করেছে। দুই দফা পিছিয়ে পড়েও ম্যাচে সমতা এনেছে পুরান ঢাকার ক্লাবটি। শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারলে এক পয়েন্ট নিয়েই টার্ফ ছাড়তে পারত উষা।
ম্যাচের তিন মিনিটে আবাহনীর রাকিবুল হাসান ফিল্ড গোল করেন। পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে উষার আরশাদ আলী ম্যাচে সমতা আনে। দ্বিতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটে আবাহনীর আশরাফুল পেনাল্টি কর্নার থেকে আবার লীড এনে দেন। ঐ কোয়ার্টারই উষার তৈয়ব আলী সমতা আনেন। তৃতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। শেষ কোয়ার্টারের প্রথম মিনিটে আফনান ইউসুফের ফিল্ড গোলে আবাহনী পুনরায় লিড নেয়। ম্যাচের বাকি সময় উষা গোলের চেষ্টা করে ব্যর্থ হয়।
আগামীকাল লিগের একটি ম্যাচ রয়েছে। আবাহনী অ্যাজাক্সের মুখোমুখি হবে। কাল আবাহনী জিতলে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকবে। আবাহনীর শেষ ম্যাচ মোহামেডানের বিপক্ষে ১৯ এপ্রিল।