আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইল অপারেটর থেকে গ্রাহকদের কাছে সব ধরনের এসএমএস বাংলায় পাঠানো শুরু হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর রমনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রধান সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আমার মনে হয় আজকে টেলিকমখাতে সবচেয়ে যুগান্তকারী ঘটনা ঘটালাম। এর মাধ্যমে মোবাইল অপারেটর থেকে পাঠানো এসএমএসগুলো বাংলায় যাবে, যার ফলে সবাই সাবলীলভাবে বুঝতে পারবে। অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাহাব উদ্দিন বলেন, বাংলায় এসএমএস পাঠানোর জন্য আমাদের সিংহভাব কাজ শেষ হয়েছে। যে ১১ শতাংশ কাজ বাকি আছে সেটা এপ্রিলের মধ্যে শেষ করে ফেলব।