বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফর এসে দেশের বিনোদন, খেলাসহ বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি, পরিচালক রেদওয়ান রনি।
ভারতের প্রধমন্ত্রীর সঙ্গে দেখা করায় বেশ উচ্ছ্বসিত তারকারা। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সাক্ষাতের ছবি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ আমাদের সাক্ষাৎ।’ চিরকুট ব্যান্ডের ভোকালিস্ট সুমি একাধিক ছবি প্রকাশ করেছেন তার ফেসবুক প্রোফাইলে। তিনি লিখেছেন, ‘আমাদের ব্যান্ডের পক্ষ থেকে ভারতের হাইকমিশনকে ধন্যবাদ। তাদের আমন্ত্রণে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছি।’
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আরও দেখা করেন ক্রিকেট জগতের বেশ কয়েকজন তারকা। উপস্থিত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। উল্লেখ্য, করোনাকালে নরেন্দ্র মোদির এটাই প্রথম বাংলাদেশ সফর। দুই দিনের সফর শেষে ২৭ মার্চ (শনিবার) তিনি ঢাকা ত্যাগ করবেন।