আর দুই মাস পর লিওনেল মেসি পা দেবেন ৩৮ বছর বয়সে। না, বুট জোড়া তুলে রাখার চিন্তা নেই তার। রাখবেনই বা কেন? এই বয়সে এসেও দলের মূল ভরসা তিনি। চোটের সঙ্গে নিত্য লড়াই চলছে তার। লড়াই শেষে যখন ফিরছেন, মাঠে দেখাচ্ছেন নিজের ঝলক। বলা চলে, মেসি ম্যাজিক চলছেই।
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেই যেমন আরও একবার দেখালেন নিজের ঝলক। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) পিছিয়ে পড়েও জেতালেন ইন্টার মায়ামিকে। মেসির জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সেমি ফাইনালে উঠেছে ফ্লোরিডার ক্লাবটি।
প্রথম লেগে এলএ-র মাঠে ১-০ গোলে হেরেছিল মায়ামি। দ্বিতীয় লেগে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৯ মিনিটে গোল হজম করে তারা। পিছিয়ে পড়ে ২ গোলের ব্যবধানে। অ্যারন লংয়ের গোল স্বপ্ন দেখাচ্ছিল এলএকে। কিন্তু মায়ামির একজন মেসি আছেন, যিনি ভিন্ন গল্প লিখতে মুখিয়ে ছিলেন।
৩৫ মিনিটে প্রথম গোল করেন মায়ামি অধিনায়ক। মেসির সেই গোলে আত্মবিশ্বাস ফিরে পায় দল। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। বিরতি থেকে ফিরে মায়ামিকে এগিয়ে নেন ফেদেরিকো রেদোনদো। আর ৮৪ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টাইন মহাতারকা গোল করে মায়ামিকে এনে দেন ৩-১ ব্যবধানের জয়। তাতে অন্ধকার দূর করে সেমির দেখা পায় তারা।
বয়সের ভারে নুয়ে পড়া নয়, বরং মেসি জ্বলজ্বল করছেন আপন আলোতে। নিজেকে প্রমাণের কিছু নেই। নির্ভার মেসি তাই সুযোগ পেলেই পুরোনো জাদু দেখান চেনা ঘাসে।