আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির আনন্দের যেন কোনো সীমা-পরিসীমা নেই। বাধ ভাঙা উচ্ছ্বাসি যেন পেয়ে বসেছে এ ফুটবল মহাতারকাকে। হবেই বা না কেন? প্রথমবারের মতো তার হাত ধরা দিয়েছে আন্তর্জাতিক শিরোপা। দেশের হয়ে প্রথম মেজর ট্রফি জয়ের আনন্দটাই যে সম্পূর্ণ আলাদা। আর সেটা যদি আসে বেশ কয়েকবার স্বপ্নভঙ্গের পর তাহলে তো কথাই নেই।
লিওনেল মেসির কোপা আমেরিকা শিরোপা জয়ের স্বপ্নের শুরু ২০০৭ সালে। সেবার দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাকর এ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ব্রাজিল। কিন্তু তরুণ মেসির ট্রফি জয়ের স্বপ্ন গুড়িয়ে দিয়েছিল সেলেসাও শিবির।
পরে ২০১৫ ও ২০১৬ টানা দুইবার হতাশ হতে হয় আর্জেন্টাইন এ ফুটবল জাদুকরকে। মেসির দল দু’বারই ফাইনালে এসে শিরোপা হাতছাড়া করে চিলির কাছে।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও ক্যারিয়ারের আন্তর্জাতিক ট্রফি হাতছানি দিয়েছিল। কিন্তু মারাকানার ফাইনালে আকাশী নীল শিবিরের হৃদয় ভেঙ্গে দেয় জার্মানি।
ব্রাজিলের সেই মারাকানা স্টেডিয়ামেই মেসির হাতে ধরা দিল প্রথম মেজর। কে জানত? সেই রিও ডি জেনেরিওতেই লেখা হবে মেসির শিরোপা উৎসবের গল্প। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে প্রিয় জন্মভূমি আর্জেন্টিনাকে উপহার দিলেন প্রথম আন্তর্জাতিক শিরোপা।