আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানো বিশ্বকাপ জয়ে লিওনেল মেসির সঙ্গে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন আনহেল ডি মারিয়াও। আলবিসেলেস্তেদের ইতিহাসে অন্যতম সেরা এই দুই তারকার জন্মস্থানও একই শহরে। মেসির মত ডি মারিয়াও জন্মেছেন রোজারিওতেই। এবার ফুটবল জাদুকরের মত ডি মারিয়াও পেলেন হত্যার হুমকি।
আর্জেন্টাইন তারকা ডি মারিয়া এখন খেলছেন বেনফিকায়। তবে কদিন আগেই তিনি জানিয়েছেন, ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলে। তবে এমন ইচ্ছা প্রকাশের পরই হত্যার হুমকি দেয়া হয়েছে তাঁকে।
তবে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গতকাল সোমবার স্থানীয় সময় ভোর ২ টা ৩০ মিনিটে ডি মারিইয়াকে হুমকি দেয়া হিয়েছে। ধূসর-রঙা গাড়ি থেকে হুমকি সম্বলিত একটি বার্তা ছুঁড়ে দেয়া হয়েছে তাঁর বাড়িতে।
হুমকি দিয়ে লেখা বার্তায় ডি মারিয়াকে রোজারিওতে ফিরতে নিষেধ করা হয়েছে। এমনকি আর্জেন্টাইন তারকা সেখানে ফিরলে প্রদেশের গভর্নরও তাঁর জীবনের ন্নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলেও হুমকি দেয়া হয়েছে সে পত্রে।
এর আগে গত বছর মেসির স্ত্রী আন্তোনেলা রোকোজ্জুর পরিবারের মালিকানাধীন একটি সুপার মার্কেটে বন্দুক হামলার ঘতনা ঘটেছিল। সে সময় একটি কাগজে লেখা হুমকি পত্রে সন্ত্রাসীরা লিখেছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’