প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ম্যাচে হারে মিয়ামি। এরপর গতকাল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরের বিপক্ষেও মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
মিয়ামি-আল নাসের ম্যাচ দিয়েই ফের মেসি-রোনালদো দ্বৈরথ দেখার সুযোগ তৈরি হয়েছিল ফুটবলপ্রেমীদের সামনে। কিন্তু চোটে থাকায় পর্তুগীজ মহাতারকা এই ম্যাচে খেলতে পারেননি। অবশ্য সিআরসেভেন না থাকলেও মেসিদের হারাতে কোনো বেগ পেতে হয়নি সৌদি ক্লাবটির। বরং রোনালদোবিহীন আল নাসেরের কাছে মিয়ামি হেরেছে বিশাল ব্যবধানে।
আল নাসেরের বিপক্ষে ম্যাচে কাল ৬-০ গোলে উড়ে গেছে মিয়ামি। গ্যালারিতে বসে কাল মেসিদের বিপক্ষে দাপুটে এ জয় উপভোগ করেছেন রোনালদো। অবশ্য মেসিও এই ম্যাচে মাঠে নেমেছেন একেবারে শেষদিকে। দল ৬ গোল হজম করার পর খেলা শেষ হওয়ার মিনিট সাতেক আগে মাঠে নামেন তিনি।
এদিকে আল নাসেরের কাছে মিয়ামি ৬-০ গোলে হারের পর আর্জেন্টাইন মহাতারকা এবং মেসিকে নিয়ে শুরু হয়েছে নানান সমালোচনা এবং ট্রল। মেসিকে নিয়ে মজা করেছেন সৌদি আরবের বিনোদন বিভাগের চেয়ারম্যান তুর্কি আলালশিখ।
তিনি বলেন, ‘বেখে মনে হচ্ছে, সে (মেসি) জানত ক্রিস্টিয়ানো রোনালদোর চোট আছে। সে হয়তো বুঝতে পেরেছিল, আল নাসর তাদের উড়িয়ে দেবে। তাই ক্রিস্টিয়ানোবিহীন আল নাসরের কাছে হার এড়াতে চেয়েছে সে। মেসির জন্য সৌদি আরব অভিশাপ হয়ে উঠছে।’