চিলড্রেনস মার্সি পার্কে সকালে কানসাস সিটিকে প্রথম লেগে ১-০তে হারিয়েছে লিওনেল মেসির দল। জয়সূচক একমাত্র গোলটি কিংবদন্তি মেসির। ২৬ ফেব্রুয়ারি ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ফিরতি লেগে মিয়ামি আবার মুখোমুখি হবে স্পোর্টিং কানসাসের।
এদিন মেসি জয়সূচক গোলটি করেছেন ৫৬ মিনিটে। নিজের স্বভাসুলভ নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করে কোনাকুনি নিচু শটে জাল কাঁপিয়েছেন। লুইস সুয়ারেজও তার আগে ৩৫ মিনিটে গোলের কাছে চলে গিয়েছিলেন। দুর্ভাগ্য শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি হয় মেসির সাবেক বার্সা সতীর্থ সের্হিও বুসকেৎজ ভাসানো পাস দিলে। আর্জেন্টাইন অধিনায়ক বুক দিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে লক্ষ্যে বল পাঠিয়েছেন। এর ফলে শেষ ষোলোর পথে অ্যাওয়ে গোলের সুবাদে নিজেদের এগিয়ে রেখেছে মায়ামি। দ্বিতীয় লেগ হবে মঙ্গলবার ফ্লোরিডায়।
তুষারঝড়ে সূচিতে পরিবর্তন আনলেও কানসাস সিটির দুর্যোগ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ম্যাচ শুরুর সময়েই তাপমাত্রা ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস!