২০১১ সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচের জন্য স্টেডিয়ামে মেসিরা যে সুবিধা পেয়েছিলেন, পুনরায় বাংলাদেশে আসলে সেই বারের চেয়েও বেশি সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বাফুফে জুন-জুলাই উইন্ডোতে মেসিদের আনার চেষ্টা করছে। এর এক-দুই মাস আগে থেকে শুরু হবে পরিদর্শন। আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। তাদের ম্যাচের ভেন্যুর সুবিধাও সেই মানের হওয়া প্রয়োজন। এই প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত চারটি বিশ্বকাপ দেখার সুযোগ হয়েছে। এর মধ্যে কাতারের স্টেডিয়াম সহ সকল কিছুই ছিল অসাধারণ পর্যায়ের। মেসিরা আমাদের এখানে একবার খেলে গেছে। এটুকু বলতে পারি আগের বারের চেয়ে এবারের সুবিধা বেশিই দেওয়া হবে।’
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। এখনো মাঠই প্রস্তুত হয়নি। টেন্ডার হয়নি এখনো কিছু কাজের। এরপরও এপ্রিলের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেওয়ার কথা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘মাঠটি আমরা মার্চের মধ্যেই বুঝিয়ে দেব। যাতে দ্রুত খেলা আয়োজন করা যায়। গ্যালারির শেডের কাজ বাইরে থেকেও করা যাবে।’
আজ বিকেলে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেলকে মেসিদের আগমন ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কার ইস্যুতে কথা বলতে হয়েছে। আর্জেন্টিনার বিশাল সমর্থন রয়েছে বাংলাদেশে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বাংলাদেশে মেসির আর্জেন্টিনাকে আনার ব্যাপারে চলছে আলোচনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতোমধ্যে আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশনকে চিঠি দিয়েছে। সেই চিঠির উত্তর এখনও পায়নি বাফুফে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সম্প্রতি চার বছর পার করেছেন তার দায়িত্বের। নিজের দায়িত্বকালের পর্যালোচনাও করেছেন তিনি, ‘দায়িত্ব নেওয়ার এক বছর পরই করোনা এসেছে। প্রায় দুই বছর করোনার জন্য অনেক কিছুই স্থগিত ছিল। এরপরও ক্রীড়াঙ্গনের অনেক কাজই হয়েছে। ক্রীড়াঙ্গনে অনেক সাফল্যই এসেছে এই সময়ে।’
গত বছর নারীরা সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। সাফ জয়ী নারীদের খোলা বাসে অভ্যর্থনার ব্যবস্থা করেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গত বছর এটিই ছিল সবচেয়ে বড় আলোচিত ঘটনা, ‘সম্প্রতি মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যে নারীদের সাফল্য ও ছাদ খোলা বাসের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। ছাদ খোলা বাস নিয়ে সারা দেশেই আলোড়ন তৈরি হয়েছিল’, বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
চলতি বছর তার মন্ত্রীত্বের শেষ বছর। এই বছর তার প্রত্যাশা সম্পর্কে বলেন, ‘সাফ ফুটবল, এশিয়ান গেমস, বিশ্বকাপ ক্রিকেট সহ আরও অনেক খেলাই রয়েছে আমাদের। সুনির্দিষ্ট কোনো খেলার কথা বলব না, আশা করি এই বছর আমরা ভালো সাফল্য পাব।’