পিএসজি থেকে মেসির বিদায় অবশেষে সম্পন্ন হয়েছে। শনিবার রাতে ফরাসি ক্লাবটির হয়ে শেষ ম্যাচ খেলেছেন তিনি। বিদায়ী বার্তায় ক্লবাএর ভক্ত সমর্থকদের ধপন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন তারকা। ক্লাবের পক্ষ থেকে ও তাকে জানানো হয়েছে বিদায়ী অভ্যর্থনা। এবার বিশ্বকাপজয়ী ফুটবল যাদুকরের পরবর্তী গন্তব্য নিশ্চিত হবার পালা।
কোথায় যাচ্ছেন লা পুলগা! ভক্তদের যখন এমন প্রশ্ন তখন মেসিকে নিয়ে ছিল তিন লিগের তিনটি ক্লাব। এর মধ্যে মেসির শৈশবের ক্লাব বার্সেলোনা। অপরদিকে সৌদি ক্লাব আল হিলাল রেকর্ড মূল্যে ভেড়াতে চান আরব দেশটিতে।
এর সঙ্গে যুক্ত হয়েছে মেসির অপেক্ষায় থাকা আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিও। এবার আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকাকে পাওয়ার দৌড়ে মাঠে নেমেছে প্রিমিয়ার লিগের দুই ক্লাব চেলসি ও নিউক্যাসল। আর এ বিষয়টি জানিয়েছে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম।
গুয়েতামালার প্রিমেরা ডিভিশন ক্লাব ইজতাপার ম্যানেজার পাবলো গ্রেভেলোনের বরাত দিয়ে জানিয়েছে, মেসি আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা দেয়ার পর তাকে দলে পাওয়ার আশা করছে চেলসি ও নিউক্যাসল।
এদিকে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত জানিয়েছে, মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সাথে চূড়ান্ত সমঝোতা হয়ে গেছে আল হিলালের। এখন শুধু মেসির চুড়ান্ত সম্মতির অপেক্ষা। পিএসজির সাথে শেষ ম্যাচ খেলার মাধ্যমে ফ্রি এজেন্ট হয়ে গেছেন মেসি। ফলে দল্বদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কোনো বাঁধাই নেই তার। তাই চুক্তি সম্পন্ন করে ৬ জুন আনুষ্ঠানিক ঘোষণাও দিতে চায় সৌদি ক্লাবটি।
এদিকে বার্সেলোনায় ফেরার কথা থাকলেও তা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশ্লেষকরা। লা লিগার আর্থিক নীতির কারণে মেসিকে ফেরানোর মত অবস্থায় নেই তারা। এদিকে কাতালান কোচ জাভি জানিয়েছেন, আগামী সপ্তাহেই মেসি তার সিদ্ধান্ত জানিয়ে দেবে। সব মিলিয়ে, স্পর্ত এর খবর সত্যি হলে, আল হিলালই হচ্ছে মেসির পরবর্তি ক্লাব।
স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, মেসিকে মৌসুমপ্রতি ৪০০ কোটি ইউরো পারিশ্রমিক দিবে আল হিলাল। বেতন যাই হোক, ক্লাবটিতে যোগ দিলে মেসিই হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। এখন দেখার বিষয়, বিশ্বকাপ জয়ী এ তারকা শেষ পর্যন্ত নিজের পরবর্তী গন্তব্য হিসেবে কোন ক্লাবকে বেঁছে নেন।