বিক্রি না হওয়া মেয়াদহীন খাদ্যপণ্য রেখে দিয়েছে দীর্ঘদিন। মেয়াদোত্তীর্ণ কেকে নিজেরাই বসাচ্ছে নতুন তারিখ। বাইরের পরিবেশ বেশ সুন্দর চকচকে কিন্তু ভেতরের চিত্র পুরো উল্টো।
শনিবার (৬ মার্চ) রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোড এলাকায় ‘এ ওয়ান ফুড অ্যান্ড পেস্টি’তে অভিযানকালে এমন দৃশ্য দেখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অভিযান করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন ও সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।
‘এ ওয়ান ফুড অ্যান্ড পেস্টি’তে ঢুকেই চোখে পড়বে মুখরোচক সব ‘ফাস্ট ফুড’ জাতীয় খাবার। ক্রেতাদের সহজেই আকৃষ্ট করতে গ্লাসের ভেতর সাজিয়ে রেখেছে। আগের দিনের বিক্রি না হওয়া কেকে পুনরায় নতুন স্টিকার লাগিয়ে বিক্রি করছে। এসব স্টিকারে তারা নিজেরাই নতুন তারিখ বসাচ্ছিল; যার প্রমাণ মিললো হাতেনাতে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ঢাকা পোস্টকে বলেন, আজ (শনিবার) ধানমন্ডির ‘এ ওয়ান ফুড অ্যান্ড পেস্টি’তে অভিযান করা হয়। তারা মেয়াদোত্তীর্ণ কেকে নিজেরাই নতুন তারিখ বসাচ্ছিল। এ অপরাধে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এসব অনিয়মের কারণ দর্শাতে প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘এ ওয়ান ফুড অ্যান্ড পেস্টি’ কর্তৃপক্ষকে আগামীকাল (৭ মার্চ) অধিদফতরে ডাকা হয়েছে। তারা যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া অভিযানে স্বপ্ন সুপার সপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সার্বিক সহায়তা করেছেন ধানমন্ডি থানা পুলিশ সদস্যরা।