চাঁদপুরের মেঘনা নদীতে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভী ৯-এ অগ্নিকাণ্ড ঘটেছে। যদিও অল্প সময়ের মধ্যেই লঞ্চের স্টাফরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেন। শনিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে নৌ-ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
জানা যায়, এমভি সুরভী ৯ নামের লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে মোহনপুর এলাকা অতিক্রমকালে লঞ্চের ইঞ্জিন রুমে ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে লঞ্চের স্টাফদের প্রচেষ্টায় ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক এ কে এম কায়সারুল ইসলাম জানান, লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতে লঞ্চটি মোহনপুরে নোঙ্গর করে রাখা হয়। পরে ভোরবেলা লঞ্চটি বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।