বর্ষীয়ান নির্মাতা কাজী হায়াৎ। দীর্ঘ ক্যারিয়ারে ৫০টি ছবি নির্মাণ করেছেন। যার মধ্যে ব্যবসা সফল ছবির সংখ্যাই বেশি। সর্বশেষ তার পরিচালিত ছবি শাকিব খানের ‘বীর’। নির্মাণের পাশাপাশি অনেক ছবিতে অভিনয়ও করেছেন তিনি। এবার এ পরিচালক কাজ শুরু করেছেন নিজের ৫১ তম ছবির। দুদিন ধরে সরকারি অনুদানের ‘জয় বাংলা’ ছবির শুটিং করছেন তিনি। এরই মধ্যে খবর রটেছে- এই ছবিই নাকি কাজী হায়াতের শেষ ছবি। তবে এমন খবর উড়িয়ে দিলেন এই পরিচালক-অভিনেতা। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি বললেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত ক্যামেরার পেছনে কাজ করতে চাই।’
‘জয় বাংলা’ ছবি আপনার জীবনের শেষ ছবি কি না? এমন প্রশ্নের জবাবে কাজী হায়াৎ বলেন, ‘এমন কথা আমি বলিনি। হয়তো আমার বয়সের কথা চিন্তা করে অনেকেই এটা আমার শেষ ছবি ভাবছে। তবে আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত ক্যামেরার পেছনে কাজ করতে চাই। এজন্য সবার কাছে দোয়া চাই।’
মাস কয়েক আগে করোনা আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার কথায়, ‘করোনায় তো প্রায় মরেই গিয়েছিলাম। আমি নিজেও ভাবতে পারিনি যে ফিরে আসতে পারবো। ফিরে এসে কাজ তো করছি। হয়তো আরও করবো।’ করোনার আগে ও পরের সিনেমা পরিচালনায় পার্থক্য দেখছেন এই পরিচালক। জানালেন, অনেক শিল্পী করোনার মধ্যে কাজ করছেন না। এর মধ্যে অনেক শিল্পী কাজ করতে মানসিকভাবে প্রস্তুত না। ফলে ‘জয় বাংলা’ ছবিতে অনেক শিল্পীকে বাদ দেওয়া হয়েছে। অনুদানে দেওয়ার সময় যাদের নাম দেওয়া ছিলো তাদের একজন মারা গিয়েছে। ফলে একটু কষ্ট হয়েছে। তারপরও মানিয়ে নিচ্ছি। কাজ করছি।