সদ্য সাবেক মার্চ মাসে মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়েছে। এতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশে, যা গত মাসে ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশে, যা গত মাসে ছিল ৮ দশমিক ১৩ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমেছে। দাঁড়িয়েছে ৯ দশমিক ৭২ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৮২ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমি আগেই বলেছি, মার্চে মূল্যস্ফীতি বাড়বে। সেটি মিলে গেছে। তবে ভালো খবর হচ্ছে মজুরি হার বেড়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, মূল্যস্ফীতি আগামীতে বাড়বে কি বাড়বে না এখনো বলা যাচ্ছে না। কারণ বর্তমানে আন্তর্জাতিক বাজারে আবার জ্বালনি তেলের দাম বাড়া শুরু করেছে। অন্যদিকে আমাদেরও উৎপাদন ভালো হচ্ছে। বোরো ধানের আবাদ এখনো ভালো হচ্ছে।
মজুরি হার মার্চ মাসে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৮ শতাংশে, যা গত মাসে ছিল ৭ দশমিক ১১ শতাংশ। বেড়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশ।