কাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায় বলে আজ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টি ক্লাবের হয়ে খেলছেন মুশফিক। মিরপুরে যখন মুশি খেলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিদায় নিয়ে স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
একই সঙ্গে সেখানে ফুটে উঠেছে এই ক্রিকেটারের নিবেদন, ত্যাগ, দল ও দেশের প্রতি তার মনোভাব থেকে শুরু করে আরও অনেক কিছুই। পাশাপাশি সমালোচকদের প্রতিও মুশফিকের স্ত্রীর অনুরোধ, সমালোচনায় যেন লাগাম দেওয়া হয়।
জান্নাতুল কেফায়াত মন্ডি বলেন, ‘ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়! দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল তোমার আলহামদুলিল্লাহ…। তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে, ভাঙা পাঁজর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়ে খেলতে!! কখনোই নিজের জন্য খেলোনি তুমি, বরং খেলেছো দল ও দেশপ্রেমের জন্য। ওযু না করে কখনও ব্যাট ও বল স্পর্শ করত না, এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য।’
তিনি আরও বলেন, ‘তুমি পারিবারিক একজন মানুষ, আমাদের বাচ্চারা তোমার দারুণ পছন্দ করে। আশা করি শাহরোজ তোমার গুণ পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে। জানি, এটা ছিল কঠিন সিদ্ধান্ত। তবে আরও উজ্জ্বল পথচলা তোমার অপেক্ষায়। আমাদের জন্য এখনও পর্যন্ত যা করেছো, আমাদের পরিবার তাতে সবটুকু তৃপ্ত এবং এটুকুই যথেষ্ট। বাকি দুনিয়া নেতিবাচক কথা বলতে থাকুক…।’
শেষে সমালোচকদের প্রতি একটি বার্তা দিয়ে মুশফিকের স্ত্রী বলেন, ‘সবশেষে, দুনিয়াকে আমি এটা বলব, কাউকে এতটা সমালোচনা করবেন না যে প্রার্থনার আসরে বসে কাঁদতে হয় আপনাদের জন্য। আমরাও মানুষ।’