আজ শুক্রবার ভোরে নিউজিল্যান্ডে পা রেখেছে টাইগাররা। নিউজিল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টিন শুরু করেছে তারা। আগামী সাত দিন হোটেলে বন্দী থাকতে হবে দেশের ক্রিকেটারদের। কোয়ারেন্টিন শেষে করোনা টেস্টে উত্তীর্ণ হলেই মাঠের অনুশীলনে নামতে পারবেন মুমিনুল হকরা।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম নিশ্চিত করেছেন, বাংলাদেশ সময় শুক্রবার ভোরে নিউজিল্যান্ডে পৌঁছে গেছে দল। রাবীদ ইমাম বলেন, ‘ভোর পাঁচটার দিকে অকল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে গেছে। সেখানেই হবে তাদের কোয়ারেন্টিন।’
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে করে বিশ্রাম নেওয়ার সময় পায়নি মুমিনুল হকরা। বুধবার রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে টাইগাররা।
সিরিজ শুরুর জন্য হাতে সময় থাকলেও কঠোর কোয়ারেন্টিন প্রটোকল মানার জন্য বাড়তি সময় হাতে নিয়ে নিউজিল্যান্ড গেল লাল-সবুজের প্রতিনিধিরা। নিউজিল্যান্ড সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।
আগামী বছরের ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে টাইগারদের প্রথম টেস্ট মাঠে গড়াবে। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট।