মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী তীরের মিরকাদিম থেকে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ২০০ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। জাটকাগুলো বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম। তবে জাটকার মালিক পায়নি পুলিশ। আগে খবর পেয়ে পুলিশ আসার আগেই জাটকার মালিক গ্রেফতার এড়াতে জাটকা রেখেই পালিয়ে যায়।
সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান, জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন প্রাঙ্গণে এনে জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিম ও মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. লুৎফর রহমান উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ধারণা জাটকা গুলো উপকূলীয় এলাকা থেকে শিকারের পর বাজারজাত করার জন্য এখানে নিয়ে আসা হয়। পয়লা মার্চ থেকে দেশের ছয়টি অভয়ারণ্যে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এছাড়া সারা দেশে ৩০ জুন পর্যন্ত জাটকা নিষিদ্ধ করা হয়েছে।