‘জওয়ান’ ছবি মুক্তির এক সপ্তাহও পূর্ণ হয়নি এখনো। তবে প্রতিদিনই আয়ের দিক থেকে রেকর্ড ভাঙছে ছবিটি। মুক্তির ৬ দিনে আয় ৬০০ কোটি ছাড়িয়ে গেল সিনেমাটি।
৭ সেপ্টেম্বর মুক্তির পরে গত মঙ্গলবার ছিল জওয়ানের ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনে দেশে ২৬ কোটি টাকার বেশি উপার্জন করেছে ‘জওয়ান’। সপ্তাহের মাঝের এক দিনে এই অঙ্কের আয় নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এর ফলে দেশের বক্স অফিসে ইতিমধ্যেই ৩৫০ কোটি ছুঁইছুঁই অ্যাটলি পরিচালিত এই ছবি।
গত সোমবার এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ব্যাপারে উৎসাহী ছিলেন দেশের সাধারাণ মানুষ। সেই রুদ্ধশ্বাস ম্যাচও ব্যবসা থেকে টলাতে পারেনি ‘জওয়ান’কে। ভারত-পাক ম্যাচের দিনও ৩০ কোটির ব্যবসা করেছে এই ছবি। মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক নজির ভাঙছে ও গড়ছে ‘জওয়ান’। হিন্দি ছবির ইতিহাসে ‘জওয়ান’ই প্রথম ছবি, যা মাত্র চার দিনের মাথায় পেরিয়েছে ৫০০ কোটির গণ্ডি। দেশের বক্স অফিসে চলতি বছরের তৃতীয় হিন্দি ছবি ‘জওয়ান’, যা ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে। এর আগে এই অঙ্ক ছুঁয়েছিল ‘পাঠান’ ও ‘গদর ২’।