এসি মিলানকে হারিয়ে মিলান ডার্বি জিতে নিয়েছে ইন্টার মিলান। একই সঙ্গে পাঁচ ম্যাচ হাতে রেখেই সিরি আ শিরোপা নিশ্চিত করছে ইতালিয়ান ক্লাবটি। কোচ সিমোনে ইনজাগির অধীনে নিজেদের ইতিহাসের ২০ তম শিরোপা জয় করল ইন্টার।
চলতি মৌসুমে কেবল একটি ম্যাচে হারের মুখ দেখা ইন্টার গতকাল মিলানের বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায়। ফ্রান্সেস্কো অ্যাসার্বির গোলে লিড পাওয়ার পর ম্যাচের দ্বিতীয়ার্ধে ইন্টারের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস থুরাম।২ গোলে পিছিয়ে পড়ার পর মিলানের হয়ে একটি গোল শোধ করেন তোমোরি। তবে তাঁর এই গোল কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে, ইন্টারের শিরোপা জয়ে কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি।
ইন্টারের ২০ তম এই শিরোপা কোচ ইনজাগির কোচিং ক্যারিয়ায়রের প্রথম শিরোপা। এর আগে লাতসিওর ফুটবলার হিসেবে প্রথম সিরি আ শিরোপা জয় করেছিলেন ইনজাগি। এরপর ৮ বছরের কোচিং ক্যারিয়ায়রে এই প্রথম লিগ শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি।
গতকাল শিরোপা জয় নিশ্চিত করার পর ইনজাগি বলেন, ‘তিন বছরে ছয়টি ট্রফি জয় এবং একটি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা, এতটা সাফল্য পাওয়ার কল্পনা করা কঠিনই। আপনাকে পুরো তিন বছরকে একসঙ্গে দেখতে হবে। এ বছর আমাদের ভালো কেটেছে। কিন্তু এই জয়ের পথ অনেক লম্বা সময় নিয়ে তৈরি করা হয়েছে।’