আজ শনিবার (২৯ মার্চ) বেলা ১১টা দিকে এ তথ্য জানানো হয়।
সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায় ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার বিদ্যুৎ ও যোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মান্ডালায় মারা গেছেন ৬৯৪ জন। এছাড়া রাজধানী নেপিদোতে ৯৪ জন, কিয়াউক সে শহরে ৩০ জন ও সাগাইং অঞ্চলে ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, মিয়ানমারের ভূমিকম্পের কেন্দ্রস্থলে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটির গণমাধ্যমে ত্রাণবাহী বিমান থেকে ত্রাণসামগ্রী নামানোর ছবি প্রকাশ করা হয়েছে। এর আগে গতকাল সহায়তার আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে মিয়ানমারের কেন্দ্রীয় সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। কয়েক মিনিটের মধ্যে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি আফটারশক অনুভূত হয়।
ভূমিকম্পের কারণে মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভবন ধসে পড়েছে, সেতু ভেঙে গেছে এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।