রোববার (৪ মে) বিকেল ৪টার দিকে রায়গঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। যদিও পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মো. আসলাম হোসেন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আরেকটি মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদনও করা হয়েছে।]
গত বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে নির্মাণাধীন একটি ভবনের নিচে তৈরি গোপন ঘর থেকে পালিয়ে আসেন ৭৫ বছর বয়সী আব্দুল জব্বার ও ৪৮ বছর বয়সী গৃহবধূ শিল্পী খাতুন। ধারালো কাঁচি দিয়ে মেঝে খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে তারা মুক্তি পান বলে জানান। বন্দিদশায় তাদের শারীরিক নির্যাতন করা হতো এবং ইনজেকশনও দেওয়া হতো বলে অভিযোগ করেছেন তারা।
স্থানীয়দের দাবি, পল্লি চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাত ওই বাড়ি ভাড়া নিয়ে ‘আয়নাঘর’ গড়ে তোলেন এবং সেখানে গোপনে অপরাধমূলক কার্যকলাপ চালাতেন।