পুলিশের অনুমতি না পাওয়ায় পূর্বঘোষিত সোমবারের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর পরিবর্তে আগামী ১০ জুন নতুন করে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
ওইদিনের কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনেরও সহযোগিতা চেয়েছে দলটি।
সোমবার (৫ জুন) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি। তবে কোথায় সংবাদ সম্মেলন করেছে জামায়াত তা জানানো হয়নি।
দলটির নেতারা বলেছেন, পূর্বঘোষিত ৫ জুনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল বাস্তবায়নে অনুমতি না পাওয়ায় আজকের কর্মসূচি স্থগিত করে আগামী শনিবার (১০ জুন) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দুপুর ২টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করার কথা জানায় দলটি।
শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে পুলিশের কাছে আবেদন করা হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।