১০৮ রানেই অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। শেষ ওভারে ৩ উইকেট হারানো শ্রীলঙ্কা ১৯.৫ ওভারে অলআউট ১০৩ রানে। ৫ রানে জিতে ২ ম্যাচ সিরিজটা শ্রীলঙ্কার সঙ্গে ভাগাভাগি করল নিউজিল্যান্ড।
এই ম্যাচে বিশ্বরেকর্ড হয়েছে দুটা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে এর আগে ৫টির বেশি ডিসমিসাল ছিল না কারও। মাত্রই দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা হেই ৫টি ক্যাচ নেওয়ার পাশাপাশি করেছেন একটি স্টাম্পিং। এর আগে ক্রিকেটের এই ফরম্যাটে এক ম্যাচে সর্বোচ্চ ৫ ডিসমিসাল ছিল ৪ জনের।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডিসমিসাল
৬ – মিচেল হেই (নিউজিল্যান্ড)
৫ – মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ইরফান করিম (কেনিয়া), কিপলিন দোরিগা (পাপুয়া নিউগিনি)
একইদিনে নিউজিল্যান্ড ইনিংসে ধস নামিয়ে বাংলাদেশের সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ঘরের মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ৪ বা এর অধিক উইকেট নেওয়ার রেকর্ড ছিল সাকিবের। তাতে এবার ভাগ বসিয়েছেন হাসারাঙ্গা। এরইমাঝে এই ফরম্যাটে অবসর নিয়েছেন সাকিব। হাসারাঙ্গা তাই খুব দ্রুতই হয়ত এই তালিকায় শীর্ষে উঠতে পারেন
ঘরের মাঠে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার ৪+ উইকেট
৪ – সাকিব আল হাসান (বাংলাদেশ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
৩ – যুজবেন্দ্র চাহাল (ভারত), ওবেদ ম্যাককয় এবং জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)
১০৮ রানের পুঁজি নিয়েই এই ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। নিজেদের ক্রিকেটে যা নতুন কীর্তি অবশ্যই। সেই সঙ্গে শ্রীলঙ্কার মাঠেও এত কম রান নিয়ে কেউ কখনো টি-টোয়েন্টি জেতেনি। এর আগে ১১৫ রান করে ম্যাচ জেতার নজির ছিল দক্ষিণ আফ্রিকার। ২০১৩ সালে কলম্বোয় হয়েছিল সেই ম্যাচ।