চাঁপাইনবাবগঞ্জের একটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। ইতোমধ্যেই প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহও করেছেন ঢালিউডের এই নায়িকা।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে।
মাহিয়া মাহির প্রার্থী হওয়ার চেষ্টার বিষয়টি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (মাহি) দলীয় প্রার্থী হতে ফরম নিতে চান। চাঁপাইনবাবগঞ্জে প্রার্থী হতে চান। তাঁর বাড়ি সেখানে।’
আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ওর (মাহি) পরিবার তো আওয়ামী লীগের পরিবার। তিনিও আওয়ামী লীগ করেন। ঠিক আছে ফরম সংগ্রহ করুক।
তবে কি মাহিয়া মাহি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হচ্ছেন- সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন ‘প্রার্থী হচ্ছেন কি-না, বলতে পারব না। তাঁকে ফরম কেনার অধিকার দেওয়া হচ্ছে।’
প্রার্থী চূড়ান্ত করা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা করবে আমাদের দলের মনোনয়ন বোর্ড। সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।
এর আগে বৃহস্পতিবার বিকেলে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাহিয়া মাহি। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
বিএনপির দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে দলটির সংসদ সদস্য পদত্যাগ করলে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই ইসি দেশের পাঁচটি আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।