আওয়ামী লীগের সরকারের আমলে গত ১৬ বছর সংগঠিত সব হত্যা, খুন ও গুমের বিচার মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে রংপুরের ওয়েস্টার্ন কুজিনের হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্বজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনের জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যেসব সেক্টর দ্রুত সংস্কার করা দরকার, সেগুলো সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহাবুবুর রহমান বেলাল।
আরও বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর মহানগর শাখার সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফী, মহানগর প্রচার ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওসার আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান।
এর আগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ, সাজ্জাদ হোসেন, মেরাজুল ইসলাম, আব্দুল্লাহ আল তাহির, মোসলেম উদ্দিন মিলন, মানিক মিয়া ও সমেশ উদ্দিনের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। পরে দলের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেন।