শুরু হয়েছে নতুন কারিকুলামের ক্লাস। ক্লাস শুরু হলেও মাধ্যমিকের মাত্র ১৪ শতাংশ শিক্ষক পেয়েছেন প্রশিক্ষণ। আর প্রাথমিকস্তরের শিক্ষকদের এই প্রশিক্ষণ শুরুই হয়নি।
চলতি বছরে প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন পাঠ্যসূচি দেওয়া হয়েছে। কিন্তু নতুন এই পাঠ্যসূচি পাঠদানের জন্য গত বছর থেকেই শিক্ষক প্রশিক্ষণ শুরু করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। যার ফলে এখনো প্রশিক্ষণের বাইরে মাধ্যমিকের ৮৬ শতাংশ ও প্রাথমিক পর্যায়ের শতভাগ শিক্ষক। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে এসব তথ্য জানা যায়।
প্রথমে অনলাইনে এই প্রশিক্ষণ শুরু করার কথা থাকলেও নানা জটিলতার কারণে সেটাও ফলপ্রসূ হয়নি। এখন জেলা ও উপজেলা পর্যায় আজ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের প্রশিক্ষণ শাখার পরিচালক ও ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের পরিচালক অধ্যাপক ড. প্রবীর কুমার ভট্টাটার্য জানান, ৪০৮টি উপজেলা ও ২৫টি থানায় পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এতে ২ লাখ ৮০ হাজার শিক্ষক অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।
পাঠদানে অনুমোদনপ্রাপ্ত মাধ্যমিক স্তরের এ পর্যন্ত মোট তিন লাখ ৫৫ হাজার শিক্ষককে অনলাইন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জানা যায়, এ পর্যায়ে মোট শিক্ষক চার লাখ ৪১ হাজার ছয়জন। তাদের মধ্যে অনলাইনে প্রশিক্ষণ নিতে পারেননি ৮৬ হাজার ছয়জন শিক্ষক। অনলাইনে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ৬ ও ৭ জানুয়ারি এবং ১৩ থেকে ১৫ জানুয়ারি এই পাঁচ দিন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
সারাদেশে পাঠদানের অনুমতিপ্রাপ্ত মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক লাখ ১৮ হাজার ৮৯৮, এসব প্রাথমিকে শিক্ষকসংখ্যা ছয় লাখ ৫৭ হাজার ১৯৩। এর মধ্যে ৬৫ হাজার ৫৬৬ সরকারি প্রাথমিকে শিক্ষক আছেন তিন লাখ ৫৯ হাজার ৯৫ জন। অনুমোদিত প্রতিষ্ঠানের শিক্ষকরা সুযোগ পাবেন অফলাইনে প্রশিক্ষণ নেবার।
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কবে শুরু হবে তা এখনো ঠিক করা হয়নি। এছাড়াও একই কারিকুলাম পড়ালেও প্রশিক্ষণের আওতায়মুক্ত থাকবেন প্রায় দুই লাখ কিন্ডারগার্টেন শিক্ষক।