নতুন এই কারিকুলাম অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা ১২টি বিষয় ছাড়াও আরবি পড়বে, যা ২০১২ সালের পুরনো কারিকুলামের অংশ ছিল। এছাড়া, ইসলামী শিক্ষা বিষয়টি বাদ দিয়ে আরবি বাড়ানো হচ্ছে। ২০২৫ শিক্ষাবর্ষে নতুন বইগুলিতে এই পরিবর্তন দেখা যাবে।
এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) সূত্রে জানা গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে পুরনো বিতর্কিত কারিকুলাম বাতিল করে নতুনভাবে ২০১২ সালের পুরনো কারিকুলামে ফিরে আসা হয়েছে। তবে, এই পরিবর্তনের সাথে কিছু নতুন বিষয় যুক্ত করা হচ্ছে, যেমন ষষ্ঠ শ্রেণীতে বাংলা রেপিড বা ‘আনন্দ পাঠ’ সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে।
উচ্চমাধ্যমিকে বাংলা সাহিত্য পাঠে বড় পরিবর্তন আসছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের গল্প ও কবিতা সিলেবাসে ব্যাপক পরিবর্তন করা হচ্ছে। তিনজন লেখকের লেখা পরিবর্তন করা হচ্ছে, যেমন প্রমথ চৌধুরী, রোকেয়া সাখাওয়াত হোসেন, ও কাজী নজরুল ইসলামের রচনাগুলি। একই সাথে, পাঁচটি রচনার অনুশীলনীরও পরিমার্জন করা হবে।
কারিকুলামের এই পরিবর্তনের বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম রিয়াজুল হাসান বলেন, ‘পুরনো কারিকুলামে ফিরে গেলেও কিছু প্রয়োজনীয় পরিবর্তন করা হচ্ছে।’ তিনি জানান, এক বছরে সব পরিবর্তন বাস্তবায়িত করা সম্ভব নাও হতে পারে, তবে এ জন্য তারা কাজ করছেন।