সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে মাদ্রাসা শিক্ষাবোর্ডে মোট ২৩ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী ৪৭ হাজার ৬৯৯টি পত্রের আবেদন করেছিল। এর মধ্যে ৪ হাজার ১৯৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এতে ফেল থেকে পাস করেছে ১ হাজার ৫৩৪ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৫৯৭ জন।
সোমবার (২৮ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, ২৩ হাজার ৬৬৫ জন দাখিল পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেছিল। তারা ৪৭ হাজার ৬৯৯টি খাতা চ্যালেঞ্জ করেছিল। পুনর্নিরীক্ষায় ফেল থেকে পাস করেছে ১ হাজার ৫৩৪ জন। নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫৯৭ জন। বোর্ডে মোট ১ হাজার ১০৫ জন পরীক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে।
জানা গেছে, কাঙ্ক্ষিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষার আবেদন করেন। গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেদিনের হিসেব অনুযায়ী, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পায় ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।
ওইদিন প্রকাশিত ফল অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৭৪ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। মোট জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ২১৩ জন।