ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মাদ্রাসাছাত্রদের অগ্নিসংযোগের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (২৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শোয়েব আহমেদ।
তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কোনো আন্তঃনগর ট্রেন থামবে না বলে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার (২৬ মার্চ) বিকেল ৩টা থেকে জেলা সদরের বিভন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে মাদ্রাসাছাত্ররা। বিকেল সাড়ে ৩টার দিকে জেলা সদরের ভাদুঘর এলাকায় টায়ার জ্বালিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা।
এরপর বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সাড়ে ৭ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।