মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে খামারির বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর এলাকার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম রঘুরামপুর এলাকার গরু খামারি তোতা আকনের সঙ্গে ছিলারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিক আকনের কয়েক বছর ধরে বিরোধ। গত শুক্রবার রাত ৮টার দিকে হঠাৎ করে চেয়ারম্যানের নেতৃত্বে শাহিন আকন (৩৫), লুৎফুর আকন (৪০), ফরহাদ আকন (৩৫), জয় আকন (২২), বাদশা আকন (৭০), দিলু আকন (৬০), আহাদুল আকন (৩০), সজিব আকনসহ (২৫) ৩০-৩৫ জন লোক লোহার রড, চাইনিজ কুড়াল, দা, লাঠি নিয়ে তোতা আকনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এসময় চেয়ারম্যানের লোকেরা ঘরের আলমারি ও আসবাবপত্র ভেঙে ঘরে রাখা নগদ ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ।
তোতা আকনের স্ত্রী রাশিদা বেগম বলেন, চেয়ারম্যান তৌফিক আকন দাঁড়িয়ে থেকে হামলার নেতৃত্ব দিয়েছে। হামলাকারীরা আমাদের ঘরে ঢুকে স্টিলের আলমারি ভেঙে ১০ ভরি সোনার গহনা ও আলমারিতে রাখা ছেলের বিদেশে যাওয়ার ৫ লাখ টাকা নিয়ে গেছে। আমি এ হামলার ঘটনার বিচার চাই।
এদিকে হামলার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তৌফিক আকন। তিনি বলেন, তোতা আকনের বসতঘরে হামলার ঘটনা খুবই দুঃখজনক। তবে এ ঘটনায় আমি কিংবা আমার পরিবারের লোকজন জড়িত না।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদরের আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. নাসির উদ্দিন জানান, তোতা আকন নামে এক খামারির পরিবারে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে হামলার ঘটনার সত্যতা মিলেছে। এ বিষয়ে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।