মাদরাসা শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপারিশ করা শিক্ষকদের এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে ।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নির্ধারিত ছকে তথ্য পূরণ করে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পসহ অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। এনটিআরসিএর তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশের ভিত্তিতে শিক্ষকদের এমপিওভুক্তকরণের লক্ষ্যে বিভিন্ন মাদরাসা থেকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস (MEMIS) সফটওয়্যারে আবেদন দাখিল করা হচ্ছে৷
অধিকাংশ মাদরাসার এমপিও শিটে শিক্ষকদের বিষয় ও পদবী উল্লেখ নেই। যার ফলে নতুন শিক্ষকদের এমপিওভুক্তকরণে জটিলতার সৃষ্টি হচ্ছে। এমপিওভুক্তির শিটে সকল শিক্ষক-কর্মচারীর পদ এবং বিষয় মুদ্রিত না থাকায় জনবল কাঠামো অনুযায়ী প্রাপ্যতা আছে কি না তা নিশ্চিত হওয়া সম্ভবপর হয় না। ভুল/অসত্য তথ্যের ভিত্তিতে এমপিওভুক্তির ফলে সরকারি অর্থের অপব্যবহার হলে ভবিষ্যতে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে।
নতুন শিক্ষকদের এমপিওভুক্তকরণের জটিলতা নিরসনের লক্ষ্যে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, বিদ্যমান এমপিও শিট, বেতন বিল, শিক্ষক কর্মচারীর তালিকা এবং শিক্ষা সনদের ভিত্তিতে পদবী ও বিষয় নির্ধারণ পূর্বক মাদরাসার সব শিক্ষক-কর্মচারীর সইযুক্ত সর্বশেষ এমপিও শিটের অনুরূপ কপি প্রয়োজন।
এমন অবস্থায় এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের এমপিওভুক্তকরণের লক্ষ্যে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর পরিশিষ্ট ‘ঙ’-তে নতুন এমপিওর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, বিদ্যমান এমপিও শিট, বেতন বিল, শিক্ষক-কর্মচারীর তালিকা এবং শিক্ষা সনদের ভিত্তিতে পদবী ও বিষয় নির্ধারণপূর্বক মাদরাসার সব শিক্ষক-কর্মচারীর সযুক্ত সর্বশেষ এমপিও শিটের অনুরূপ কপি অনলাইন এমপিও আবেদনের অগ্রায়ণপত্রের সঙ্গে সংযুক্ত করে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।