বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টা পযর্ন্ত এই অবস্থা আছে বলে জানিয়েছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম।
তিনি ঢাকাপোস্টকে জানান, সমু চৌধুরীর খোঁজ-খবর নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা মাজারে অবস্থান করছেন। আমাদের সঙ্গে সমু চৌধুরী বসে কথাগল্প করছেন। মাজারে থাকতেই তার স্বাচ্ছন্দ্যবোধ দেখা গেছে। তিনি বতর্মানে স্বাভাবিক এবং সুস্থ আছেন। আমরা তার পাশে আছি।
এর আগে গতকাল রাত সাড়ে ১০ টার দিকে একটি মোটরসাইকেলে চড়ে ঢাকা থেকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের শাহ্ মিসকিন জয়নাল আবেদিন (র:) মাজারের আসেন সমু চৌধুরী।
এরপর রাতে মাজারে থাকার পর আজ বিকেলে মাজারে গাছের নিচে গামছা পরে শুয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে।