বুধবার (২০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা। হাত-পা বাঁধা লাশটি জামালপুর জেলার মেলান্দহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুল মমিনের (৪৮)।
স্বজনদের বরাত দিয়ে ওসি আরও বলেন, কাউন্সিলর মমিন হলুদ, জিরা ও এলাচসহ বিভিন্ন মসলার ব্যবসা করতেন। ব্যবসায়িক কাজে গত ১৫ মার্চ বাড়ি থেকে কক্সবাজারের চকরিয়ার উদ্দেশে বের হন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে লাশ মহাসড়কের পাশে ফেলে যায়।
এর আগে, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের কাজ শুরু করে।
এ বিষয়ে কাউন্সিলর মমিনের ছেলে ফজলে রাব্বি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বাবা আমাকে কল করে বলেছিলেন, চকরিয়ার ছিরিঙ্গা বাজার থেকে একটি ট্রাকে হলুদ নিয়ে মেলান্দহের উদ্দেশে রওনা হয়েছেন। এরপর থেকে বাবার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানা পুলিশ ফোন করে জানায়, বাবার লাশ মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। আমরা কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছি।