করোনার জন্য একেবারেই প্রস্তুত ছিল না বিশ্ব। ভাইরাসটি যখন দ্রুত ছড়াতে শুরু করল তখন সব দেশকেই দিশেহারা লেগেছে। এরকম পরিস্থিতি ভবিষ্যতে যাতে আর না হয় তার জন্য প্রস্তুত থাকতে চাইছেন অনেক দেশের প্রধান। ২৩টি দেশের নেতা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইইউ চাইছে এই প্রস্তুতির জন্য একটা নতুন চুক্তি হোক। মঙ্গলবার (৩০ মার্চ) এ খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে। খবরে বলা হয়েছে, বিশ্বের প্রধান সংবাদপত্রগুলিতে এদিন একটি উপ সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। তাতে জার্মানির চ্যান্সেলার ম্যার্কেল, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধান সই করেছেন। এতেই এই চুক্তির কথা বলা হয়েছে।
নিবন্ধে বলা হয়েছে, আমরা মনে করি, মহামারী নিয়ে প্রস্তুত থাকতে এবং তার মোকাবিলা করতে একটা নতুন আন্তর্জাতিক চুক্তির জন্য দেশগুলির কাজ করা উচিত। সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে যদি মহামারী নিয়ে প্রস্তুতি থাকে, তাহলে তা অনেক ভালোভাবে মোকাবিলা করা সম্ভব হবে। এই আইডিয়াটা প্রথমে দিয়েছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট। তিনি গত নভেম্বরে জি২০ বৈঠকে এই প্রস্তাব করেন। চুক্তি হলে ভ্যাকসিন, ওষুধ, রোগ চিহ্নিত করার ক্ষেত্রে বিশ্ব জুড়ে দেশগুলি সহযোগিতা করবে। সকলে সমান সুযোগ পাবে।