নিহত দুই ভাই হলেন- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর গ্রামের আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার ও আতাউর সরদার (অলিল)। অপর নিহতের নাম পলাশ সরদার (৩৫)। তিনি মুজাম সরদারের ছেলে। পলাশ সরদার সম্পর্কে একই বংশের চাচাতো ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। এ নিয়ে দ্বন্দ্ব হয় একই এলাকার হোসেন সরদার ও শাজাহান খানের সাথে। এরই জেরে শনিবার (৮ মার্চ) সকালে হোসেন সরদার ও শাজাহান খানের লোকজন সাইফুলের বাড়িতে হামলা চালায়৷ একপর্যায়ে বাড়ি সংলগ্ন জামে মসজিদে আশ্রয় নেন সাইফুল, বড়ভাই আতাউর ও অলিলসহ কয়েকজন৷ প্রতিপক্ষ মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা করে সাইফুল ও তার বড়ভাই আতাউর সরদারকে। আহত হয় অন্তত ৫ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকায় নেওয়ার পথে পলাশ সরদার মারা যান৷
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
ওসি মোকছেদুর রহমান আরও বলেন, এ ঘটনায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।