বারানসির কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই অবস্থিত জ্ঞানবাপী মসজিদটি। মুসলিমদের বিখ্যাত এ মসজিদটি মন্দিরের ওপর তৈরি করা হয়েছে বলে দাবি করে হিন্দু সম্প্রদায়ের একটি দল। এ বিষয়টি নিশ্চিত হতে সেখানে জরিপ চালানোর উদ্যোগ নেওয়া হয়। যার অনুমতিও দেয় একটি নিম্ন আদালত।
তবে এই জরিপের ওপর নিষেধাজ্ঞা চেয়ে এলাহাবাদ উচ্চ আদালতে আবেদন করে মসজিদ কর্তৃপক্ষ। কিন্তু তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
জ্ঞানবাপী মসজিদে অনুসন্ধান বিষয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন, ‘এলাহাবাদ উচ্চ আদালত বলেছেন জ্ঞানবাপী মসজিদে জরিপ শুরু হবে। নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন উচ্চ আদালত।’
চারজন নারীর অভিযোগের ভিত্তিতে গত ২১ জুলাই মসজিদটিতে জপির শুরুর নির্দেশ দিয়েছিল বারানসির ওই নিম্ন আদালত।
ওই নারীদের দাবি, মন্দির ধ্বংস করে হাজার বছরের পুরোনো এ মসজিদটি তৈরি করা হয়েছে। আর তাদের দাবির সত্যতা যাচাইয়ের জন্য জরিপই সবচেয়ে উত্তম উপায় হবে।
আদালতের নির্দেশে গত ২৪ জুলাই ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ জরিপ শুরু করে। কিন্তু মুসলিম প্রতিনিধিরা উচ্চ আদালতের দারস্থ হলে কয়েক ঘণ্টা পরই এটি বন্ধ হয়ে যায়।
মসজিদ কমিটি জানিয়েছে, মসজিদটি হাজার বছরের পুরোনো। যদি জরিপের কারণে এটির ভেতর খোঁড়াখুঁড়ি করা হয় তাহলে মসজিদটি ভেঙে যেতে পারে। কমিটি আরও জানায়, এ ধরনের জরিপ ধর্মীয় অবকাঠামো আইনের পরিপন্থি।