দুবাই থেকেই অবৈধপথে ইউরোপে পাড়ি জমায় অধিকাংশ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী। এমন মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শামিম আহসান। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে দেশটির কঠোর অভিবাসী আইনের কথা স্বরণ করিয়ে দেন তিনি। সম্প্রতি ভূমধ্যসাগরে প্রাণ হারানো ৭ বাংলাদেশির মরদেহ দেশে পাঠাতে কাজ চলছে বলেও জানান রাষ্ট্রদূত।
লিবিয়ার সমুদ্রপথ ব্যবহার করেই অবৈধভাবে ইউরোপে পাড়ি জমায় হাজারো অভিবাসনপ্রত্যাশী। গেল সপ্তাহে একইপথে ইতালি যাবার সময় প্রাণ হারান ৭ বাংলাদেশি। প্রচণ্ড ঠান্ডায় মাঝ সাগরেই মারা যান তারা। বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শামিম আহসান। নিহত ৭ জনের মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলেও জানান রাষ্ট্রদূত।
সম্প্রতি অবৈধভাবে ইউরোপে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। উন্নত জীবনের আশায় মূলত মধ্যপ্রাচ্য ও অফ্রিকা থেকে সমুদ্রপথে পাড়ি জমান তারা। সম্প্রতি এ তালিকায় কয়েক দফায় বাংলাদেশিদের নাম আসায় উদ্বেগ জানান এ দূতাবাস কর্মকর্তা। অবৈধ অভিবাসনে ইতালি সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে বাংলাদেশিদের বৈধ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত শামিম আহসান।