রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র বর্ণবাদের শিকার হয়েছেন। তাকে উদ্দেশ্য করে দর্শকদের করা বর্ণবাদী আচরণে সব মহল থেকে সমালোচনার ঝড় উঠছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও ভিনিসিয়াস ইস্যুতে মর্মাহত।
জামালদের কোচ হ্যাভিয়ের বলেন, ‘এটা খুবই দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এটা স্পেন কেন পৃথিবীর কোথাও হওয়া উচিত নয়’। স্পেনে ফুটবল খুবই জনপ্রিয়। সেখানে রিয়াল মাদ্রিদের এই ফুটবলারের এই শিকার সম্পর্কে হ্যাভিয়ের বলেন, ‘একটা বিচ্ছিন্ন ঘটনা পুরো স্পেনের চিত্র নয়। স্প্যানিশরা অনেক ক্রীড়াপ্রেমী জাতি। ‘
স্প্যানিশ লিগে এমন ঘটনা হওয়ায় সারা বিশ্বে চলছে সমালোচনার ঝড়। সমালোচনা সত্ত্বেও স্প্যানিশ লিগের জনপ্রিয়তায় এর প্রভাব পড়বে না বলে মনে করেন জামালদের কোচ, ‘স্প্যানিশ লিগের আকর্ষণ বিশ্বজুড়ে। স্পেনের দর্শকরা ফুটবল উপভোগ করে। এই বিচ্ছিন্ন ঘটনা স্পেনের কেউ সমর্থন করে না। ফলে লিগের জনপ্রিয়তায় কোনো সমস্যা হবে না’।