বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে ১৪ ফেব্রুয়ারি রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ঋণ’। সাজিন আহমেদ বাবু ও তুহিন হোসেনের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, শহীদুল্লাহ সবুজ, পঙ্কজ মজুমদার ও রাঙামাটির স্থানীয় আদিবাসী শিল্পীরা।
ফাহিমের শৈশব কাটে রাঙামাটিতেই। আকস্মিক বাবা হারানোর পর ফাহিমকে নিয়ে মা মামার কাছে লন্ডনে চলে যায় ১২ বছর আগে। লন্ডনে থেকেও শৈশবের রাঙামাটির প্রতি বিন্দু পরিমান ভালোবাসা কমেনি ফাহিমের মনে। তাই রাঙামাটির অনেকেই তার ফেসবুক ফ্রেন্ড তাদের সঙ্গে কথাবার্তা হয় কমবেশি। এমনি একজন ফেসবুক বন্ধু নিতু। নিতুর স্থানীয় একটা নাচের স্কুল আছে। গ্র্যাজুয়েশন শেষ করে বাবার কবর জিয়ারত আর শৈশবের রাঙামাটির মাটির গন্ধ নিতে দেশে আসে ফাহিম।
ফেসবুকে চেক ইন ও ছবি আপলোড করলে নিতু নক করে ফাহিমকে। ফাহিমকে চমকে দেয় নিতু তার রাঙামাটি আসা উপলক্ষে ভিন্ন এক অভ্যর্থনার মাধ্যমে। ফাহিমকে নিতু তার নাচের স্কুলসহ রাঙামাটির বিভিন্ন সুন্দর জায়গা ঘুরে দেখায়। দু’জনের মধ্যে এক অপার্থিব বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্বের মধ্যে এসে দেয়াল হয়ে দাঁড়ায় তার মামাকে দেওয়া বাড়ির মালিক। ফাহিম নিতুর কাছে জানতে পারে সে মামার কাছেই মানুষ হয়েছে। এই মামাই তার মা বাবা। ফাহিম নিতুকে নিয়ে পালিয়ে আসতে চায় রাঙামাটি থেকে। কিন্তু সুমন তা জানতে পেরে নিতুকে বলে যদি পালানোর চেষ্টা করে তারা মামার মাথা আর দেহ আলাদা তো হবেই সঙ্গে ফাহিমের বাবার কবরের পাশেই হবে ফাহিমের স্থান। ফাহিম এক ভোরে অপেক্ষা করে নিতুর জন্য, তাকে নিয়ে পালাবে বলে। নিতু কি আসবে ফাহিমের সঙ্গে পালিয়ে যেতে। এভাবেই এগিয়ে যাবে নাটকটির কাহিনী। এতে ফাহিম চরিত্রে জোভান এবং নিতু চরিত্রে তানজিন তিশা অভিনয় করেছেন।