এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে শনিবার (১৭ এপ্রিল) নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় নারী ভারোত্তোলক মীরাবাঈ চানু। একসঙ্গে তিনটি সাফল্য পেয়েছেন ওই ভারোত্তোলক। নারীদের ৪৯ কেজি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৯ কেজি তুলে বিশ্বরেকর্ড করলেন চানু। আগের বিশ্বরেকর্ড ছিল চিনের জিয়াং হুইহোয়ার। তিনি ১১৮ কেজি ওজন তুলেছিলেন। এক বছরেরও বেশি সময় পরে আবার কোনো প্রতিযোগিতায় নেমেছিলেন চানু। মোট ২০৫ কেজি (১১৯ + ৮৬) তুলে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করে ব্রোঞ্জ জিতলেন।
এর আগে তার সেরা পারফরম্যান্স ছিলো ২০৩ কেজি। গতবারের ফেব্রুয়ারিতে কলকাতায় জাতীয় চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড করেছিলেন চানু। ভারতীয় দলের কোচ বিজয় শর্মা বলেন, এটা বিরাট একটা মুহূর্ত। এর আগে আর কোনো ভারতীয় বিশ্বরেকর্ড করেনি। নতুন রেকর্ড গড়ার জন্য এদিন ভারতীয় ভারোত্তোলক সতীশ কুমার শিবলিঙ্গম মীরাবাঈকে অভিনন্দন জানিয়েছেন। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চানু এদিনের পারফর্ম্যান্স দিয়ে জাপানে অনুষ্ঠিত টোকিও অলিম্পিক্স গেমের টিকিটও নিশ্চিত করলেন।