পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু সম্প্রতি সময়ে প্রতিবেশী ভারতের সংঘাতের করণে নিরাপত্তা শঙ্কায় ভুগছে পিসিবি। যার ফলে হুমকির মুখে পড়েছে বাংলাদেশ সিরিজ।
এদিকে রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার পর পাকিস্তান থেকে পিএসএল সরিয়ে নিতে বাধ্য হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ সিরিজের ভাগ্যে কী আছে, সেই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি পিসিবি।
এদিকে পাকিস্তান সফর নিয়ে এখনও কোনো পদক্ষেপ নেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদও। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কয়েকদিন অপেক্ষা করার কথা জানিয়েছেন।
ফারুক আহমেদ বলেন, সিরিজটি মাঠে গড়াবে কি না, তা নিশ্চিতভাবে জানার জন্য আমাদের আরও ১-২ দিন অপেক্ষা করতে হবে। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে অবস্থা খুব একটা ভালো নয়, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
সিরিজটি পাকিস্তান থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইয়ে আয়োজন করার সম্ভাবনা প্রসঙ্গে বিসিবি সভাপতি আরও বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দুটি ক্রিকেট বোর্ডের ওপর নির্ভরশীল। এটি আমাদের অ্যাওয়ে সিরিজ এবং পাকিস্তানের হোম সিরিজ। তাই এ বিষয়ে বিস্তারিতভাবে সবকিছু পরিষ্কার হতে আরও দুই-তিন দিন সময় লাগতে পারে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ মে ফয়সালাবাদে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজটি শুরু হওয়ার কথা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি একই ভেন্যুতে ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ জুন ও ৩ জুন গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
মূলত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে পূর্বনির্ধারিত ওয়ানডে সিরিজের পরিবর্তে উভয় দেশের ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে সম্মত হয়েছিল। কিন্তু বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি সিরিজের ভবিষ্যৎ এখন ধোঁয়াশাচ্ছন্ন।