ভারতীয় সেনাবাহিনী সূত্রের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ড্রোনগুলোকে শনাক্ত করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জম্মু শহরের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পরেই পুরো শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে রাতের অন্ধকারে আতঙ্ক আরও বেড়েছে।
জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, ‘যেখানে আমি অবস্থান করছি, সেখান থেকে কিছুক্ষণ পরপর বিস্ফোরণের শব্দ ভেসে আসছে, যা সম্ভবত ভারী কামানের আওয়াজ।’ তিনি শহরের বিদ্যুৎবিহীন অবস্থার একটি ছবিও পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, ‘জম্মুতে এখন ব্ল্যাকআউট। সারা শহরে সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছে।’
ওমর আবদুল্লাহ জম্মু ও এর আশপাশে বসবাসকারী সবাঁর কাছে অনুরোধ জানিয়ে লেখেন, ‘দয়া করে আপনারা রাস্তা থেকে দূরে থাকুন, নিজেদের বাড়িতে অথবা নিকটবর্তী কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিন। কোনো প্রকার গুজবে কান দেবেন না এবং ভিত্তিহীন বা যাচাই না করা খবর ছড়াবেন না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করব।’

সম্প্রতি ভারত ‘অপারেশন সিঁদুরের’ মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানি ড্রোনের ঝাঁক দেখা যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ভীতি সৃষ্টি হয়েছে।